সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮

nonameসোমালিয়ার রাজধানী মোগাদিসু’র একটি হোটেলে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে প্রাথমিকভাবে এ হামলায় ১৩ জন নিহতের কথা বলা হয়েছিল।

মোগাদিসু’র অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকাদির আবদিরাহমান জানান, ‘আমরা ২৮ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করছি। এছাড়া জোড়া বিস্ফোরণে আহত হয়েছেন ৪৩ জন।’

সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, জোড়া হামলায় আহত হয়েছেন ৫১ জন।

পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ আহমেদ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুটি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক জনগণের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বুধবার মোগাদিসুর দায়াহ হোটেলের প্রবেশপথে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলাসহ দুটি বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন জঙ্গিরা। এরপর তারা হোটেলে প্রবেশ করে।

ওই হোটেলটি দেশটির পার্লামেন্টের কাছেই অবস্থিত। এটি রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও উদ্যোক্তাদের কাছ বেশ জনপ্রিয়।

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হামলা চালানোর সময় সোমালিয়ার কয়েকজন পার্লামেন্ট সদস্য, সাংবাদিকসহ অনেকে হোটেলটিতে উপস্থিত ছিলেন।

আফ্রিকাভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব এই হামলায় দায় স্বীকার করেছে। জঙ্গি সংগঠনটির পরিচালিত আন্দালুস রেডিওতে আল-শাবাব বলেছে, ‘আমাদের সশস্ত্র যোদ্ধারা ওই হোটেলে হামলা চালিয়েছে।’

উল্লেখ্য, সোমালিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে আত্মঘাতী বোমা হামলাসহ বেশ কয়েকটি ভয়াবহ জঙ্গি হামলা চালিয়েছে আল-শাবাব। সূত্র: আল জাজিরা।

/এমপি/