'ট্রাম্পের মাথা ঠিক না থাকা' নিয়ে সিনেটররা উদ্বিগ্ন: আল ফ্রানকেন

আল ফ্রানকেনযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবারও বিবাদপূর্ণ মন্তব্য করেছেন মিনেসোটাভিত্তিক ডেমোক্র্যাট সিনেটর আল ফ্রানকেন। তার দাবি, সিনেটরদের কেউ কেউ মনে করেন ‘ট্রাম্প মানসিকভাবে সুস্থ নন’। রবিবার (১২ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর স্টেট অব দ্য ইউনিয়নকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
অবশ্য আল ফ্রানকেন বলেন, ‘যারা এমনটা মনে করে তারা সংখ্যাগরিষ্ঠ নন, অল্প ক’জন’।
ট্রাম্পের ব্যাপারে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করার যৌক্তিকতা দেখিয়ে আল ফ্রানকেন বলেন, ‘উনি প্রচুর মিথ্যা কথা বলেন, তিনি এমন সব কথা বলেন যা সত্যি নয়, আর সেটাও একরকম মিথ্যা বলেই আমি মনে করি।’
ট্রাম্প গণহারে ভোট জালিয়াতির মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন বলে আবারও অভিযোগ করেন ফ্রানকেন। তিনি বলেন, ’৩০ থেকে ৫০ লাখ মানুষ অবৈধভাবে ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য কিংবা কোনও মানুষের জন্য এটা কোনও আচরণ নয়।’
/এফইউ/