ফ্রান্সের স্কি রিসোর্টে তুষারধস, নিহত ৪

উদ্ধারকারীদের অভিযান চলছেফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা টিগনেসে অবস্থিত একটি স্কি রিসোর্টে তুষারধসে অন্তত চারজন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।  

স্থানীয় পুলিশ জানিয়েছে, ইতালি-ফ্রান্স সীমান্তের কাছে অবস্থিত ওই রিসোর্টে স্কি করার সময় তুষারধসে বেশ কয়েকজন চাপা পড়েন।

বিভিন্ন প্রতিবেদনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অন্তত নয়জন ওই তুষারধসে চাপা পড়েছেন। তাদের মধ্যে একজন স্থানীয় গাইডও রয়েছেন। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা সবাই ফরাসি নাগরিক।   

নিখোঁজ ব্যক্তিদের খোঁজে এখনও উদ্ধার অভিযান চলছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধারকারীরা দু’টি হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। প্রায় ৪০ জন ওই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।  

ফ্রান্সের ওই অঞ্চলে এই সময়টি স্কি করার জন্য ব্যস্ততম সময়। স্থানীয় স্কি স্টেশন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যখন ওই গ্রুপটি পাহাড়ের উঁচুতে স্কি করছিল, তখনই ৪০০ মিটার প্রসস্থ এবং ২১০০ মিটার উঁচু তুষারধসটি ভেঙে পড়ে এবং তারা এতে চাপা পড়েন।

সূত্র: বিবিসি।

/এসএ/