আইএস উৎখাতে পশ্চিম মসুলে ইরাকি বাহিনীর অভিযান শুরু

আইএস উৎখাতে পশ্চিম মসুলে ইরাকি বাহিনীর অভিযানপূর্ব মসুল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দখলমুক্ত হওয়ার পর এবার ইরাকি সরকার পশ্চিম মসুলে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবার কয়েকশ’ সামরিক যান এবং হাজার হাজার ইরাকি সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং শিয়া ও কুর্দি সশস্ত্র যোদ্ধারা এই অভিযানে অংশ নিচ্ছেন।
ইরাকি প্রধানমন্ত্রী হায়দার  আল-আবাদি আনুষ্ঠানিকভাবে ওই অভিযানের ঘোষণা দিয়েছেন।




































গত মাসে ইরাকি যোদ্ধারা জঙ্গিদের কাছ থেকে মসুলের পূর্বাঞ্চল মুক্ত করেন। তবে ধারণা করা হচ্ছে, পশ্চিমের সরুগলিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন যোদ্ধারা।
জাতিসংঘ সতর্ক করেছে, পশ্চিম মসুলে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

মসুল মুক্ত করতে অভিযানে ইরাকি যোদ্ধারা
অভিযান শুরুর ঘোষণা দিয়ে টেলিভিশনে ইরাকি প্রধানমন্ত্রী আবাদি বলেন, ‘আমরা অভিযানে নতুন ধাপ শুরুর ঘোষণা দিচ্ছি। আমরা মসুলকে মুক্ত করতে নিনেভেহতে আসছি।’ এর আগে পশ্চিম মসুলে বিমান থেকে লিফলেট বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, ‘আইএসের আতঙ্ক থেকে জনগণকে মুক্ত করতে আমাদের বাহিনী অভিযান শুরু করেছে।’

ইরাকি বাহিনী এখন পশ্চিম মসুলের বেশকিছু এলাকা ঘিরে রেখেছে। আর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আইএস লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে।

সূত্র: বিবিসি।

/এসএ/