লন্ডনে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার পাঁচ

গ্রেফতারসন্ত্রাসবাদের অভিযোগে পাঁচ তরুণকে গ্রেফতার করেছে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড। সংস্থাটির সন্ত্রাসবাদবিরোধী কমান্ড লন্ডনের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে।

গত ১৪ ও ২০ ফেব্রুয়ারি লন্ডনে পরিচালিত অভিযানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা একটি নিষিদ্ধ সংগঠনের যোগদানের জন্য ভ্রমণের পরিকল্পনা করছিল।

যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ বিষয়ক আইন ২০০৬-এর অনুচ্ছেদ ৫ অনুযায়ী তাদের গ্রেফতার করা হয়। দক্ষিণ, পূর্ব ও পশ্চিম লন্ডনের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করেন স্কটল্যান্ড ইয়ার্ডের সদস্যরা।

এছাড়া সন্ত্রাসবাদের সঙ্গে সংযোগের সন্দেহে লন্ডনের ল্যামবেথ এলাকার একটি আবাসিক ঠিকানাতেও অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের সবাইকে সেন্ট্রাল লন্ডনের পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আইএসে যোগদানের ব্যাপারে যুক্তরাজ্যে কিছু তরুণ-তরুণীকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, জঙ্গিদের সঙ্গে যোগ দিতে তারা সিরিয়া কিংবা আইএসের হয়ে অন্যত্র পালিয়ে যেতে পারে।

২০১৫ সালে পূর্ব লন্ডন থেকে নিখোঁজ হয় বাংলাদেশি বংশোদ্ভূত তিন তরুণী। তারা আইএসে যোগ দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

/এমপি/