সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া

সিরিয়ায় রাসায়ানিক অস্ত্র ব্যবহারের নমুনা সংগ্রহ করা হচ্ছেসাধারণ জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করায় সিরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে ভেটো দিতে প্রস্তুত রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের সমালোচনা করার পর শুক্রবার জাতিসংঘে নিয়োজিত একজন রাশিয়ার কূটনীতিক এ ঘোষণা দেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা পরিষদের এক আলোচনায় জাতিসংঘে রাশিয়ার সহকারী কূটনীতিক ভ্লাদিমির সাফরনকভ জানিছেন, ‘সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি সবিরোধী, যা নিয়ে অনেক বিতর্ক আছে। তবে বিষয়টি তদন্তাধীন।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অবিযোগ তদন্ত করতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ওপর চাপ রয়েছে। যা এক তরফা হয়ে যায়। যদি জাতিসংঘে এ প্রস্তাবটি উত্থাপন করা হয় তবে আমরা এর বিরোধীতা করতে ভেটো দিতে প্রস্তুত।’

/এসএনএইচ/