জিম্বাবুয়েতে বন্যায় ২৪৬ জনের প্রাণহানি, জাতীয় দুর্যোগ ঘোষণা

Zimbabweস্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। গত ডিসেম্বর থেকে চলা বন্যায় এ পর্যন্ত অন্তত ২৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১২৮ জন। এছাড়া বন্যার ছোবলে ঘরবাড়ি হারিয়েছেন প্রায় দুই হাজার মানুষ। পরিস্থিতি বিবেচনায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সাভিআওয়ার কাসুকুওয়ার। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেছে জিম্বাবুয়ে সরকার। দাতাগোষ্ঠীর কাছে ১০০ মিলিয়ন ডলারের সহায়তা চেয়েছে দেশটি।
দীর্ঘদিনের এ বন্যায় জিম্বাবুয়ের রাস্তাঘাট ও ব্রিজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবহন মন্ত্রী জোরাম গাম্বো জানান, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মহাসড়ক ও ব্রিজগুলো পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে।

জিম্বাবুয়ের জাতীয় বাজেটের ৯০ শতাংশেরও বেশি অর্থ চলে যায় আমলাদের বেতন দিতে। আন্তর্জাতিক দাতাদের অনুদান না পাওয়ায় গত এক দশক ধরেই দেশটির অবকাঠামো ভঙ্গুর হয়ে আছে। তার ওপর নতুন আপদ হিসেবে যুক্ত হয়েছে বন্যার ক্ষয়ক্ষতি।

/এমপি/