যাবজ্জীবন কারাদণ্ড শেষে মুক্তি পেলেন ইসরায়েলি শিক্ষার্থীদের গুলি করা জর্ডানীয় সৈনিক

আহমাদ দাকামসেহসাত ইসরায়েলি স্কুলছাত্রীকে গুলি করে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগের পর সাবেক জর্ডানীয় সৈনিক আহমাদ দাকামসেহ মুক্তি পেয়েছেন। রবিবার পরিবারের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আহমাদ এখন তার পরিবারের সঙ্গে জর্ডানের উত্তরাঞ্চলীয় ইরবিদ শহরের নিকটবর্তী ইবদির গ্রামে বসবাস করছেন।

১৯৯৭ সালে পাঁচ সদস্যবিশিষ্ট এক সামরিক আদালত সাত ইসরায়েলি স্কুলছাত্রীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক করপোরাল আহমাদ দাকামসেহ-কে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে অভিযোগ, ওই বছরের ১৩ মার্চ সীমান্ত এলাকায় এক স্কুলে গুলি চালিয়ে তিনি সাত ছাত্রীকে হত্যা করেন।

হত্যার জন্য মৃত্যুদণ্ডের বিধান থাকলেও আহমাদের মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না উল্লেখ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জর্ডানের আইন অনুযায়ী, যাবজ্জীবন কারাদণ্ড ২০ বছরের।

ওই হত্যাকাণ্ডের পর বাহশাহ হুসেইন ব্যক্তিগতভাবে ইসরায়েলে গিয়ে নিহতদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তবে ১৯৯৪ সালে জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তিচুক্তিকে অস্বীকার করা আরবদের কাছে আহমাদ একজন বীরের মর্যাদা পেয়েছেন। উল্লেখ্য, জর্ডানের প্রায় অর্ধেক জনগণই ফিলিস্তিনি বংশোদ্ভূত।

জর্ডানের বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য আহমাদের মুক্তির দেওয়ার জন্য গত কয়েক বছর ধরে বাদশাহর কাছে অনুরোধ করেছেন। অনেক জর্ডানীয় ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদার বলেই মনে করে থাকে।

সূত্র: রয়টার্স।

/এসএ/