ভারতের বিধানসভা নির্বাচন: মোদি-রাহুলের পাল্টাপাল্টি টুইট

rahul-modi-759

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিশাল জয় পেয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি। তার এই জয়ে টুইটারে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জবাবে টুইটারে রাহুলকে ধন্যবাদও জানান মোদি।

এক টুইটে রাহুল বলেন, ‘উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে জয়ের জন্য আমি শ্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে অভিনন্দন জানাই।’ আরেকটি পৃথক টুইটবার্তায় তিনি বলেন, ‘আমাদের লড়াই চলবে, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন না করা পর্যন্ত আমাদের অভিযান চালিয়ে যাবো।’

 জবাবে নরেন্দ্র মোদি তাকে ধন্যবাদ জানিয়ে এক টুইটে বলেন, ‘আপনাকে ধন্যবাদ, গণতন্ত্র দীর্ঘজীবী হোক।’

 

উত্তর প্রদেশ বিধানসভায় ৪০৩ আসনের মধ্যে ৩১২টি আসন পেয়েছে মোদির দল বিজেপি। ১৯৭৭ সালের পর এটাই বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে জয়। ভারতীয় রাজনীতিতে উত্তর প্রদেশ খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যে প্রায় ২০ কোটি মানুষের আবাস। প্রতি ছয়জন ভারতীয়ের একজন উত্তর প্রদেশ থেকে আসা।

/এমএইচ/এসএ/