ইথিওপিয়ায় ময়লার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৮

_95123574_be594e91-3b7b-44ab-a76a-3c183b31e4d8

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় একটি বিশালাকারের ময়লার স্তূপ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, শনিবার রাতে এ ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অন্তত ১৫০ জন মানুষ ছিলেন। ময়লার স্তূপের কাছে থাকা বেশ কয়েকটি অস্থায়ী ঘর ময়লার নিচে চাপা পড়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। শহরের এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানান, নিহতদের অনেকেই শিশু।

পুরো রাজধানীর ময়লা এখানে স্তূপ করে রাখা হতো। প্রায় ৫ দশক ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। অনেক মানুষই জীবিকার জন্য ময়লা থেকে জিনিসপত্র কুড়িয়ে থাকেন। অনেকেই কয়েক বছর ধরে সেখানে স্থায়ীভাবে বাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা তেবেজু আসরেস এপিকে জানান, ধসে তার ঘর চাপা পড়েছে। ধসের সময় তার মা ও বোন ঘরে ছিলেন।

ইথিওপিয়া সরকার এই ময়লার স্তূপের পাশে আফ্রিকার প্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে। ময়লা পুড়িয়ে এ বিদ্যুৎ উৎপাদন করা হবে। সূত্র: বিবিসি।

/এমএইচ/