হাইতিতে বাসচাপায় নিহত ৩৮

_95125186_a8b7fd2e-9855-4a0a-a500-88c388da28c9

হাইতির গোনাইভস শহরে বাসচাপায় নিহত হয়েছেন অন্তত ৩৮ জন। রবিবার রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ৯০ মাইল দূরে এই শহরে এক ভীড়ের মধ্যে একটি হাইওয়ে বাস ঢুকে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।

সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে জানানো হয়, বাস ড্রাইভার প্রথমে দুই পথচারীকে ধাক্কা দেন। এরপর রাস্তায় থাকা সঙ্গীতশিল্পীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে যান।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনার পর স্থানীয়রা যাত্রীসহ বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে বাসচালক পালানোর চেষ্টা করলে তাকেও আটক করে মারধর শুরু করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্মকর্তারা। বাসচালক ও যাত্রীদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

বাসটি পোর্ট অ প্রিন্সের দিকে যাচ্ছিলো। হঠাৎ করে সেটি রাস্তায় চলা একটি অনুষ্ঠানের মাঝে ঢুকে পড়ে। তবে ঠিক কি কারণে এমনটা হয়েছিলো সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

সূত্র: বিবিসি ও সিএনএন

/এমএইচ/