নিজের সরকারি বেতন দান করবেন ট্রাম্প

_95140109_mediaitem95140108

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারি বার্ষিক বেতন দাতব্য কাজে ব্যবহার করবেন। সোমবার একথা নিশ্চিত করেছেন তার মুখপাত্র শন স্পাইসার। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন প্রেসিডেন্ট হলে সরকারি চার লাখ ডলার বেতন নেবেন না তিনি। তবে প্রেসিডেন্টের বেতন কোথায় দান করা হবে সেটি এখনো ঠিক হয়নি।

স্পাইসার সাংবাদিকদের বলেছেন, মি: ট্রাম্প তার সরকারি বেতন কোথায় দান করবেন সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ বা সাহায্য পেলে তিনি খুশি হবেন তিনি। তিনি জনগণের কাছে ওয়াদা করেছিলেন তার বেতন দান করার।

এর আগে হার্বাট হুভার এবং জন এফ কেনেডিও তাদের সরকারি বেতন দান করেছিলেন।

সূত্র: বিবিসি ও এএফপি

এমএইচ