অবৈধ শ্রমিকদের ৯০ দিনের সময় দিলো সৌদি আরব

সৌদি উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নাইফসৌদি আরবে অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিক ও শ্রমিকদের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সৌদি আরব। এই সময়ের মধ্যে তা করতে ব্যর্থ হলে অবৈধ শ্রমিকদের দেশ ছাড়তে হবে। তবে এই সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নাইফ রবিবার ‘এ নেশন উইদাউট ভায়োলেশনস’ নামের এক কর্মসূচির আওতায় অবৈধ বিদেশি নাগরিক ও শ্রমিকদের ৯০ দিনের ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেন। ২৯ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সরকারি ঘোষণায় মুহাম্মদ বিন নাইফ জানান, অনুমতি ছাড়া বসবাস, ইকামা বা সরকারি অনুমতি না নিয়ে কাজ করা এবং সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে ২৯ মার্চ থেকে সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে। পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের বৈধ অনুমতি নিতে হবে। এই সময়ের মধ্যে তারা কোনও শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ পাবেন। সেই সঙ্গে তারা ভবিষ্যতে বৈধভাবে কাজের অনুমতি নিয়ে সৌদি আরবে আসতে পারবেন বলেও ওই ঘোষণায় বলা হয়। আইন অনুসারে, সৌদি কর্তৃপক্ষ কোনও বিদেশি ব্যক্তিকে ফেরত পাঠালে তিনি আর সৌদি আরবে প্রবেশ করতে পারেন না।
হজ বা ওমরাহ পালন করতে এসে বৈধভাবে অবস্থানের সময় পার হলেও অনেকেই সৌদি আরবে থেকে যাচ্ছেন। অনেকের কাজের বৈধ সময় পার হলেও তারা কাজ করছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি জানান।
তিনি আরও বলেন, যে অধিবাসীদের পরিচয়পত্র নেই, অথবা হজ ভিসায় এসে বাড়তি সময় ধরে সৌদি আরবে আছেন, তারা পাসপোর্ট অফিসে যোগাযোগ করে কাগজপত্র বৈধ করে নিতে পারবেন।

২০১৩ সালে এমনই এক অভিযান চালিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। এতে ২৫ লাখেরও বেশি অবৈধ শ্রমিক ও অভিবাসী সৌদি আরব ছেড়েছিলেন বলে জানান মনসুর আল তুর্কি।

সূত্র: আরব নিউজ।

/এসএ/