জীবন বাঁচাতে টেমস নদীতে ঝাঁপ দিলেন এক নারী (ভিডিও)

ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে টেমস নদীতে লাফিয়ে পড়েন এক নারীরোজকার মতোই লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে হাঁটাচলা করছিলেন পথচারীরা। কিন্তু বুধবার (২২ মার্চ) দিনটি অন্যদিনের মতো স্বাভাবিক ছিল না। দুপুর আড়াইটার দিকে হঠাৎই ব্রিজের ওপর দিয়ে সজোরে গাড়ি চালিয়ে যখন একজন হামলাকারী পার্লামেন্টের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। ঘটনার আকস্মিকতায় দিগ্বিদিক ছুটোছুটি করেন তারা। এরইমধ্যে হঠাৎ এক নারীকে টেমস নদীতে ঝাঁপ দিতে দেখা যায়। সেই দৃশ্যটি ধরা পড়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ক্যামেরায়।
অবশ্য, ওই নারীকে লাফিয়ে পড়তে বাধ্য করা হয়েছে নাকি আতঙ্কিত হয়ে নিজেই লাফিয়ে পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। কিছুক্ষণ পর লন্ডন বন্দর কর্তৃপক্ষ সে নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। বন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, ওই নারী গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য, টেমস নদীর ওপর ওয়েস্টমিনস্টার ব্রিজ। এর দক্ষিণ প্রান্ত গিয়ে যুক্ত হয়েছে পার্লামেন্ট এলাকায়। অপর প্রান্তে নানা দর্শনীয় স্থাপনা। সেই ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন হামলাকারী। সেসময় প্রাণহানি হয়। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন তিনি। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে তাকে রুখে দেয়। গুলিতে নিহত হয় হামলাকারী। পরে ওই আহত পুলিশ কর্মকর্তাও নিহত হন। সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান মার্ক রওলি জানিয়েছেন, পার্লামেন্ট ভবনে হামলা চালাতে ওঁৎ পেতে থাকা এক হামলাকারীর ছুরিকাঘাতে ওই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সন্দেহভাজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা ৫ বলে উল্লেখ করেছে। আহত হয়েছে অন্তত ৪০ জন।

সেই নারীর টেমস নদীতে পড়ে যাওয়ার ভিডিও:


/এফইউ/বিএ/