অবৈধ বসতির সমর্থক সেই ফ্রাইডম্যানই ইসরায়েলে মার্কিন দূত

_95296043_ea95a36c-ae7b-4a13-880a-c32b5a8e2e45

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপনের সমর্থক কট্টরপন্থী ডেভিড ফ্রাইডম্যান। শুক্রবার মার্কিন সিনেটে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে তার নিয়োগ নিশ্চিত হয়।

ফ্রাইডম্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী ছিলেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণাতেও পরামর্শক হিসেবে ছিলেন এই ৫৮ বছর বয়সী ফ্রাইডম্যান। তিনি ইসরায়েল-ফিলিস্তিন সংকটের ক্ষেত্রে ‘দুই রাষ্ট্র সমাধান’ নীতির বিরোধী। দুই রাষ্ট্র সমাধান নীতিতে ১৯৬৭ সালের ভৌগোলিক সীমানা অনুযায়ী ওই আরবভূমিতে প্যালেস্টাইন ও ইসলায়েলকে পৃথক দুটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়। তবে ফ্রাইডম্যান এই দুই রাষ্ট্র সমাধাননীতির বিরোধিতার মধ্য দিয়ে কার্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন। ফ্রাইডম্যান পশ্চিমতীরে ইহুদী বসতিকে সমর্থন করেন এবং জেরুজালেমে মার্কিন দূতাবাসেরও সমর্থন জানিয়েছেন। ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট সমাধানে তাকেই রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র। ডেমোক্রেটরা তাকে না চাইলেও রিপাবলিকান আধিপত্যের সিনেটে ৫২-৪৬ ভোট পেয়ে মনোনীত হন তিনি।

উল্লেখ্য, ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও ইসরায়েলি বসবাস করে। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না। 

গত বছরের ডিসেম্বরে ফ্রাইডম্যানকে ইসরায়েলি রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন ট্রাম্প। ওয়াশিংটন ভিত্তিক ইহুদী গ্রুপ ফ্রাইডম্যানের মনোনয়নের বিরোধিতা করে। তাদের দাবি ফ্রাইডম্যানের কূটনৈতিক দক্ষতা সীমিত। তবে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ইহুদী সংগঠনগুলো ফ্রেডম্যানকে সমর্থন দিয়েছেন। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহু ফ্রাইডম্যানকে স্বাগত জানান।

সূত্র: বিবিসি

/এমএইচ/এফইউ/