সিরিয়ায় সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা তুরস্কের

 

2ae2fc71b95e4bf487475af03f9095df_18

সিরিয়ায় উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে তুরস্ক। সাতমাসের এই অভিযানকে ‘সফল’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। বুধবার তুরস্কের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত আগস্টে তুরস্ক আইএস ও কুর্দি সেনাদের বিরুদ্ধে অপারেশন ইউফ্রেটস শিল্ড নামে একটি সামরিক অভিযান শুরু করে। ইলদ্রিম বলেন, ‘অপারেশন ইউফ্রেটস শিল্ড সফলভাবে শেষ হয়েছে। এরকম অভিযানের এখন নতুন নাম থাকবে।’

তবে নতুন কোনও সামরিক অভিযানের কথা উড়িয়ে দেননি তিনি। এমনকি তুর্কি সেনারা দেশে ফিরবে বলেও কিছু জানানো হয়নি।

গত ২৪ আগস্ট তুর্কি সামরিকবাহিনী ট্যাংক ও বিমান নিয়ে সীমান্ত অতিক্রম করে। আইএস জঙ্গিদের তুর্কি সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে ঠেলে দেয় তারা।  এরপর সিরিয়ান বিদ্রোহী ও তুর্কি সেনারা কয়েকটি শহর দখলে নেয়।

সূত্র: বিবিসি

/এমএইচ/বিএ/