‘সন্ত্রাস প্রতিরোধ ও গণতন্ত্রে বাংলাদেশ অনুকরণীয়’

Iran-Nuclear-Deal_Horo1

যুক্তরাষ্ট্রের এক পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক দূত থমাস এ শ্যানন বলেছেন, সহিংসতা প্রতিরোধ ও গণতন্ত্রে  বাংলাদেশ এখন বিশ্বের কাছে অনুকরণীয়। ৪৬ বছর আগে স্বাধীনতা পাওয়া বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ট্রাম্প প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ, আমাদের বন্ধুত্ব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে। সাড়ে চার দশকে বাংলাদেশের যা অর্জন, অন্য দেশগুলো সেটা শতবর্ষেও করতে পারেনি। দারিদ্রতা নিরসনেও বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো উল্লেখ করে তিনি বলেন, যারা নারীর ক্ষমতায়ন ও শিক্ষা নিয়ে কাজ করতে চায় তাদের বাংলাদেশের দিকে তাকানো উচিত।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো। ভবিষ্যতে এই সম্পর্কের হাত ধরে গণতন্ত্র ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে দুই দেশের কূটনৈতিক নেতারাসহ অনেক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

/এমএইচ/বিএ/