উপনিবেশবাদের পক্ষে সাফাই গেয়ে বিপাকে দ. আফ্রিকার বিরোধী দলীয় নেতা

_95425903_e3b9baf5-ff6d-4826-8aba-7d26e36b451f

উপনিবেশবাদের পক্ষে সাফাই গেয়ে করা বিতর্কিত টুইটের অভিযোগে দক্ষিণ আফ্রিকার বিরোধী নেতা হেলেন জিলের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে যাচ্ছে তার দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। গত মার্চে হেলেন এক টুইট করেছিলেন যার বক্তব্য ঔপনিবেশকতাকে সমর্থন করে। তখন থেকেই চাপের মুখে হেলেন ও তার দল দলের ভেতর ও বাহির থেকে হেলেনকে অপসারণের দাবি আসতে থাকে।

রবিবার ডিএ ঘোষনা দেয়, হেলেনের বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। দলটির নেতা মুসি মেইম্যান বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের জন্য সহজ ছিলনা। কিন্তু সামাজিক মাধ্যমে হেলেনের বক্তব্য একটি বর্ণ বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।’

২০১৪ সালের সাধারণ নির্বাচনে দলটি ২২ শতাংশ ভোট পায়। ২০১৯ সালের নির্বাচনে জয়লাভের আশা করছে ডিএ।  বর্তমানে দলের ওয়েস্টার্ন কেপের প্রধান জিলি যেকোন সময় দল থেকে অব্যহতি পেতে পারেন।

এছাড়া তাকে জরিমানাও করা হতে পারে। তবে মেইম্যান মনে করেন, ‘তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু তাকে এখনই বর্ণবাদী বলাটা ঠিক হবেনা। তাকে আমি অনেকদিন ধরেই চিনি।’

সূত্র : বিবিসি

/এমএইচ/বিএ/