ইরানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পের পর মাশহাদ শহরইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সকালে এটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ও দেশটির সংবাদমাধ্যম।

ইউএসজিএস-এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মাশহাদ শহর থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ৩৩ কিলোমিটার।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে উঠে মাশহাদ। শহরের কয়েকটি রাস্তা ও বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে বলে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে। কয়েকটি এলাকার ফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-র মুখপাত্র মুজতবা খালেদি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, ছোট শহর ও গ্রামে হতাহত হয়ে থাকতে পারে। কর্তৃপক্ষ শহরে রেড ক্রিসেন্ট ও জরুরি সাহায্য মজুদ রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বাম শহরে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ২৬ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

/এসএ/