মস্কো সম্মেলনে ন্যাটোকে আমন্ত্রণ রাশিয়ার

nonameআন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্কিত মস্কো সম্মেলনে ইউরোপের সামরিক জোট ন্যাটোকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। আগামী ২৬ ও ২৭ এপ্রিল রাশিয়ার রাজধানী মস্কোতে ষষ্ঠবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

আলেকজান্ডার ফোমিন বলেন, ‘ন্যাটো নেতৃত্বের কাছে আমরা একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছি। বিশেষ করে সংস্থাটির মিলিটারি কমিটির চেয়ারম্যান জেনারেল পিটার পাভেল-এর কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে সম্মেলনে তার অংশগ্রহণের ব্যাপারে এখনও পর্যন্ত রাশিয়াকে নিশ্চিত করা হয়নি। তিনি অংশ না নিলে সেক্ষেত্রে সম্মেলনে ন্যাটোর একজন প্রতিনিধি পাঠানো হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রাধান্য পাবে। এর মধ্যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, ইউরোপ, মধ্য এশিয়া এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সমস্যার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, রাশিয়ার ক্রিমিয়া দখলের প্রেক্ষাপটে ২০১৪ সালে মস্কোর সঙ্গে সম্পর্ক স্থগিত করে ন্যাটো। সূত্র: আরটি, আনাদোলু এজেন্সি।

/এমপি/