ইয়েমেনে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা ইউনিসেফের

ইয়েমেনের হাসপাতালে চিকিৎসারত শিশুইয়েমেনে চলমান সংঘাতের কারণে দেশটিতে কলেরা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রেস মনিটরিং সংস্থা মিডল ইস্ট মনিটর।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিধ্বস্ত ইযেমেনে কলেরার প্রাদুর্ভাব এবং পানি ও স্যানিটেশন সংক্রান্ত রোগ-ব্যাধি বাড়ছে’।

এছাড়া ইউনিসেফের অন্য বিবৃতিতে উল্লেক করা হয়েছে, অপুষ্টি, ডায়রিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতার কারণে ইয়েমেনে প্রতি দশ মিনিটে একজন শিশু মারা যায়। 

এর আগের এক প্রতিবেদনে ইউনিসেফ জানিয়েছিল, ‘বর্তমানে ৪ লাখ ৬২ হাজার শিশু প্রচণ্ড অপুষ্টিতে ভুগছে এবং জরুরিভাবে চিকিৎসা করা না হলে তার প্রাণ হারানোর শঙ্কা রয়েছে।’

প্রতিরোধযোগ্য রোগে ভুগেও ৫ বছরের কম বয়সী প্রায় ১০ হাজার শিশু মারা যেতে পারে বলেও সতর্ক করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশ অর্থাৎ ১ কোটি ৭০ লাখ মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছে।

উল্লেখ্য, ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এর আগে দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশ ছাড়েন মানসুর হাদি।

/এফইউ/