ইরাকে পুলিশের পোশাক পরে জঙ্গি হামলা, নিহত ৩১

web-wo-iraq-tikrit-0405

ইরাকের তিকরিতে জঙ্গি সংগঠন আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। বুধবার এই রাজধানী বাগদাদ থেকে ১৭৫ কিলোমিটার দূরবর্তী এই শহরে হামলা চালানো হয় বলে  ইরাকি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে দেশটির পুলিশ কর্নেল খালিদ মাহমুদ জানান, হামলাকারীরা পুলিশের  পোশাক পরে এবং পুলিশের গাড়ি নিয়ে শহরে প্রবেশ করে। দুইজন আত্মঘাতী হামলাকারীসহ মোট ১০জন জঙ্গি এই হামলা চালায়।

পুলিশ কর্মকর্তারা জানায়, একজন পুলিশ কর্নেলের বাসায় হামলা চালায় জঙ্গিরা। ওই পুলিশ কর্মকর্তা তার পরিবারের চারসদস্য সহ নিহত হন। দুইজন হামলাকারী তাদের সুইসাইড ভেস্ট বিস্ফোরিত করে।

আইএসের বার্তা সংস্থা আমাক থেকে দাবি করা হয়, সাতজন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালায়। শহরের প্রধান হাসপাতালের ডাক্তার নওফাল মুস্তাফা জানান, এখন পর্যন্ত তাদের কাছে ৩১ জনের মরদেহ রয়েছে। নিহতদের ১৪জনই পুলিশ সদস্য।

২০১৪ সালে তিকরিতের দখল নেয় আইএস। ২০১৫ সালে তারা মধ্যপ্রাচ্যের অন্যতম সুপ্রাচীন খ্রিস্টান উপাসনালয় গ্রিন চার্চ বোমা মেরে উড়িয়ে দেয়। এইক বছর তিকরিতের পুনর্দখল নেয় ইরাকি বাহিনী। তবে মাঝে মাঝেই সেখানে আত্মঘাতী হামলা চালায় আইএস।


সূত্র : রয়টার্স

/এমএইচ/