লন্ডন হামলাকালে নদীতে ঝাঁপ দেওয়া নারীর মৃত্যু

nonameলন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে চালানো সন্ত্রাসী হামলার ঘটনায় জীবন বাঁচাতে টেমস নদীতে ঝাঁপ দেওয়া নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আন্দ্রিয়া ক্রিস্টিয়া নামের ওই নারীর মৃত্যু হয়। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, বৃহস্পতিবার পরিবারের সদস্যরা তার লাইফ সাপোর্ট মেশিন খুলে ফেলার সিদ্ধান্ত নেন।

এ নিয়ে লন্ডন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়ালো। এর মধ্যে আন্দ্রিয়া ক্রিস্টিনা রোমানিয়া থেকে বয়ফ্রেন্ডকে নিয়ে যুক্তরাজ্যে বেড়াতে এসে এ হামলার শিকার হন।

২২ মার্চ ২০১৭ তারিখে ওয়েস্টমিনিস্টার ব্রিজে উপস্থিত লোকজনের ওপর দ্রুতগতির চলন্ত গাড়ি উঠিয়ে দেয় হামলাকারী খালিদ মাসুদ। পরে টেমস নদী থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

টেমস নদীর ওপর ওয়েস্টমিনস্টার ব্রিজ। এর দক্ষিণ প্রান্ত গিয়ে যুক্ত হয়েছে পার্লামেন্ট এলাকায়। অপর প্রান্তে নানা দর্শনীয় স্থাপনা। সেই ওয়েস্টমিনিস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন হামলাকারী। সে সময় প্রাণহানি হয়। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে।

হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন তিনি। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে তাকে রুখে দেয়। গুলিতে নিহত হয় হামলাকারী। পরে ওই আহত পুলিশ কর্মকর্তাও নিহত হন।

/এমপি/