বিমান ছিনতাইয়ের আশঙ্কায় ভারতের বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

ভারতের তিনটি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছেগোপনসূত্রে বিমান ছিনতাইয়ের আভাস পাওয়ার পর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ভারতের তিনটি বিমানবন্দর। মুম্বাই, চেন্নাই ও হায়দারাবাদের বিমানবন্দরে এ সতর্কতা জারি করা হয়েছে। ছিনতাইবিরোধী এক মহড়াও শুরু হয়েছে। একইসঙ্গে ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে প্রস্তুত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মুম্বাই পুলিশের হাতে আসা একটি ইমেইলে বিমান ছিনতাইয়ের আভাস দেওয়া হয়েছে। ইমেইলটি পাঠিয়েছেন এক নারী। ইমেল-এ ওই নারী দাবি করেন, তিনি ছয়জন তরুণকে নিজেদের মধ্যে ওই তিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করতে শুনেছেন। ইমেইলটি পাওয়ার পর মুম্বাই পুলিশ সেটি দেশের সমস্ত নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়ে দেয়। ওই তিন বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে কোনওরকম সন্দেহভাজন কিছু দেখলে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। বিমানবন্দরগুলোর প্রবেশপথ ও পার্কিং লটে নজরদারি জোরালো করা হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স (সিআইএসএফ)  কাউন্টার-টেররিজম টিম নামিয়েছে। নেমেছে স্নিফার ডগ স্কোয়াড। সিআইএসএফ-এর কুইক রিঅ্যাকশন টিম তিনটি বিমানবন্দরেই ছিনতাইবিরোধী মহড়া শুরু করেছে। বিমানবন্দরগুলির বিভিন্ন অংশের নিরাপত্তা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে, তল্লাশিও চলছে।

শুধু সিআইএসএফ নয়, কমান্ডো বাহিনী এনএসজি-কেও সতর্ক করা হয়েছে। যে কোনও মুহূর্তে অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এনএসজিকে। শেষ মুহূর্তে চেক-ইন না করতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে। তল্লাশি এবং নজরদারি অভিযানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সহযোগিতার করার অনুরোধও জানানো হয়েছে যাত্রীদের।

/এফইউ/