আফগানিস্তানে ফেলা ‘মাদার অব অল বম্বস’-এ পাকিস্তানেও ক্ষয়ক্ষতি

 

আফগানিস্তানের নানগারহর প্রদেশে যুক্তরাষ্ট্রের ফেলা  সবচেয়ে বড় অপারমাণবিক বোমায় কেবল আফগানিস্তান নয়, সীমান্তের ওপারে থাকা পাকিস্তানেও ক্ষয়ক্ষতি হয়েছে।হামলায় কুররাম উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন নিউজ।

বৃহস্পতিবার নানগারহরের আচিন জেলার পার্বত্য এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) পার্বত্য ঘাঁটি লক্ষ্য করে ‘মাদার অব অল বম্বস’খ্যাত সবচেয়ে বড় মার্কিন অপারমাণবিক বোমা  ফেলা হয়। এতে ৯০ জনেরও বেশি জঙ্গি নিহত হওয়ার কথা জানায় আফগান ও মার্কিন কর্তৃপক্ষ।

পাকিস্তানের কুররাম উপত্যকার বাসিন্দারা ডন নিউজকেবলেছেন, ওই বোমার ধাক্কায় তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । হোয়াইট মাউন্টেন নামে পরিচিত স্পিন ঘর পর্বতের পাদদেশের মানানা গ্রামে বেশ কয়েকটি বাড়িতে এবং এলাকার একটি মসজিদ ও এক ইমামবাড়ায় বড় ধরনের ফাটল তৈরি হয়েছে।

উল্লেখ্য, তুষার আচ্ছাদিত হোয়াইট মাউন্টেন পাকিস্তানের কুররাম ট্রাইবাল রিজিয়ন ও আফগানিস্তানের নানগারহর প্রদেশের আচিন জেলার মধ্যে একটি প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করে। 

‘মাদার অব অল বোম্বস’ বা এমওএবি নামে পরিচিত যুক্তরাষ্ট্রের ওই একটি বোমা দিয়েই পাহাড়ি টানেল নেটওয়ার্ক ও সুড়ুঙ্গের মধ্যে অবস্থিত আইএসের ঘাঁটি ধ্বংস করা হয়। বোমা হামলার পর ভূমিকম্পে তাদের ঘরবাড়ি কেঁপে উঠেছে বলে জানিয়েছে মালানা গ্রামের বাসিন্দারা।মালানার বাসিন্দা মুহাম্মদ হাসান বলেন, “আমরা মৃদু ভূমিকম্প অনুভব করেছি, তবে এটি যে বোমা বিস্ফোরণের কারণে হয়েছে তখন বুঝতে পারিনি।”তাদের এলাকার বেশ কয়েকটি বাড়িতে ও মসজিদে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে বলে জানান তিনি।

/বিএ/