বিদ্বেষমূলক মন্তব্যের দায়ে ফরাসি মেয়রের জরিমানা

রবার্ট মেনার্ডমুসলিম শিশুদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের দায়ে ফ্রান্সের কট্টর ডানপন্থী এক মেয়রের দুই হাজার ইউরো জরিমানা করা হয়েছে। ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর মেনার্ড এলসিআই টেলিভিশনে তার ওই ঘৃণামূলক বক্তব্য প্রচারের পর এটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রবার্ট মেনার্ড নামের ওই মেয়র বলেছিলেন, আমার শহরের কেন্দ্রস্থলের একটি স্কুলের শ্রেণিকক্ষে ৯১ শতাংশ শিশু মুসলিম। অবশ্যই, এটি একটি সমস্যা। এটা মেনে নেওয়া যায় না। সহনশীলতার একটা সীমা আছে।

এর আগে একই বছরের ১ সেপ্টেম্বর এক টুইটার বার্তায় রবার্ট মেনার্ড বলেন, তিনি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বেজিয়ার্স শহরের মেয়র রবার্ট মেনার্ড দেশটির অভিবাসন বিরোধী রাজনৈতিক দল ন্যাশনাল ফ্রন্ট-এর একজন মিত্র।

জরিমানা প্রসঙ্গে রবার্ট মেনার্ড বলেন, আমি শুধু আমার শহরের অবস্থার বর্ণনা দিয়েছি। এটা কোনও ন্যায়বিচার নয়। এই রায়ের বিরুদ্ধে আমি আপিল করবো।

চলতি বছরের গোড়ার দিকে রবার্ট মেনার্ড মন্তব্য করেছিলেন, ফ্রান্স উপনিবেশে পরিণত হচ্ছে। সূত্র: বিবিসি।

/এমপি/