প্রপাগান্ডার যুগে সংকটে সাংবাদিকতা: আরএসএফ

08দুনিয়াজুড়ে বর্তমানে সংবাদমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। ভুয়া খবর, শক্তিধর ব্যক্তি আর প্রপাগান্ডার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দুনিয়াজুড়ে সাংবাদিকতায় সংকটাপন্ন পরিস্থিতির উদ্ভব হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ)-এর প্রতিবেদনে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে সংবাদমাধ্যগুলোর বর্তমান পরিস্থিতি। বুধবার প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ইনডেক্সে নিজেদের এমন মূল্যায়নের কথা তুলে ধরেছে আরএসএফ।

প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদমাধ্যমের ওপর হামলা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শক্তিধর ব্যক্তিদের উত্থান ঘটেছে। এরইমধ্যে আমরা প্রপাগান্ডার যুগে পৌঁছে গেছি। এর আগে কখনও সংবাদমাধ্যমের স্বাধীনতা এতোটা হুমকিতে পড়েনি।

সিরিয়ার চলমান গৃহযুদ্ধ ছয় বছরে পা দিয়েছে। এটা সাংবাদিকদের জন্য একটা মারাত্মক দেশ। তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে ৮১ জন সংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। মিসরের সেনাশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি তার দেশকে সাংবাদিকদের জন্য পৃথিবীর বৃহত্তম কারাগারে পরিণত করেছেন। সেখানে আল জাজিরা’র সংবাদকর্মী মাহমুদ হুসেইন’ও কারান্তরীণ রয়েছেন। তার বিরুদ্ধে মিথ্য খবর ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। তবে আল জাজিরা’র পক্ষ থেকে মিসরীয় কর্তৃপক্ষের অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় সংবাদমাধ্যম বিষাক্ত আক্রমণের শিকার হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে অনুষ্ঠিত গণভোটের সময়ও সংবাদমাধ্যমগুলো একই ধরনের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সূত্র: আল জাজিরা।

/এমপি/