বিমান হামলায় সিরিয়ায় ‘৮ হোয়াইট হেলমেট সদস্য নিহত’

nonameসিরিয়ায় বিমান হামলায় নিজেদের ৮ সদস্যের নিহত হওয়ার কথা জানিয়েছে, উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারী উদ্ধারকারী দল হোয়াইট হেলমেট। ওই সংগঠনকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় সিরিয়ার হামা প্রদেশে এই হামলা হয়। কাফর জিটা নামের স্থানে সংঘটিত ওই বিমান হামলার কারণে বেসমারিক সহায়তার বহু সরঞ্জাম ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে হোয়াইট হেলমেট। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে নিহত মানুষের সংখ্যা গত বছরের এপ্রিলেই ৪ লাখে পৌঁছার কথা জানিয়েছেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর হিসেবে সবশেষ এ বছর মার্চ পর্যন্ত  মৃতের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে। গৃহযুদ্ধে ঘর হারিয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

চলমান সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিপরীত ধর্মী। বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য তারা আসাদ সরকারের বিদ্রোহ ঘোষণাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। তবে আসাদ সরকারের দাবি, আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র মূলত বিদ্রোহীদের সহযোগিতা করতে সরকারি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।
রাশিয়া বাশার আল আসাদকে ক্ষমতায় দেখতে চায়। আসাদ সরকারের সমর্থনে রাশিয়াও আইএস ও বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। সিরিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রক্সি যুদ্ধে মেতে ওঠেছে বলে অনেকেই মনে করেন।

/বিএ/