মস্কোয় ম্যার্কেল-পুতিন বৈঠক

আঙ্গেলা ম্যার্কেল এবং ভ্লাদিমির পুতিনরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। মঙ্গলবার মস্কোর এক অভিজাত রিসোর্টে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে আলোচনায় প্রধান্য পায় রাশিয়ার মানবাধিকার পরিস্থিতি, ইউক্রেন ও সিরিয়া ইস্যু।

রাশিয়া কর্তৃক ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর এটাই ম্যার্কেলের প্রথম রাশিয়া সফর।

বৈঠকের আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সাংবাদিকদের জানান, নানা বিষয়ে মতপার্থক্য সত্ত্বেও বার্লিন ও মস্কো আলোচনা চালিয়ে যাবে। তবে মঙ্গলবার দুই নেতার বৈঠকে শেষ পর্যন্ত এসব মতপার্থক্য ছায়া ফেলেছে বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আঙ্গেলা ম্যার্কেল-ভ্লাদিমির পুতিন বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মিলিত হন দুই নেতা। তবে এখানেও সিরিয়া ও ইউক্রেন নিয়ে দুই দেশের মতপার্থক্য পরিলক্ষিত হয়। এছাড়া রাশিয়ার চেচনিয়া’য় সমকামী অধিকারকর্মীদের ওপর নির্যাতনের ব্যাপারে তদন্ত করতে পুতিনের প্রতি আহ্বান জানান ম্যার্কেল।

সংবাদ সম্মেলনে আঙ্গেলা ম্যার্কেল বলেন, ‘আমি মনে করি ব্যাপক মতপার্থক্যের মধ্যেও কিছু ক্ষেত্রে আলাপ আলোচনা অবশ্যই অব্যাহত রাখতে হবে। অন্যথায় আপনি নীরবতায় নিমজ্জিত হবেন। সেক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার সুযোগ খুবই সীমিত।’

অন্য দেশের নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের পুরনো অভিযোগ সংবাদ সম্মেলনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমরা কখনও অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করি না। অন্য কেউ আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করুক-এটাও আমরা চাই না। সূত্র: বিবিসি, সিএনএন।

/এমপি/