১০০ বিলিয়ন ইউরো ‘ডিভোর্স বিল’ দেবে না যুক্তরাজ্য: ব্রেক্সিট মন্ত্রী

ডেভিড ডেভিসইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসার সময় ‘ডিভোর্স বিল’ অর্থাৎ ‘বিচ্ছেদসংক্রান্ত খরচ’ বাবদ ১০০ বিলিয়ন ইউরো পরিশোধ করতে রাজি নয় যুক্তরাজ্য। দেশটির ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস সাফ জানিয়ে দিয়েছেন, আইনসম্মতভাবে যতটুকু পরিশোধ করা প্রয়োজন, যুক্তরাজ্য কেবল ওই পরিমাণ অর্থই পরিশোধ করবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চাহিদামাফিক অর্থ যুক্তরাজ্য পরিশোধ করবে না।
ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট বিলের পরিমাণ ৬০ বিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে ১০০ বিলিয়ন নির্ধারণ করেছে বলে ফিনান্সিয়াল টাইমসে একটি খবর প্রকাশের পর ডেভিস এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের ‘বাধ্যবাধকতাগুলোকে’ গুরুত্ব সহকারে বিবেচনা করে। তবে এক্ষেত্রে কী পরিমাণ বিল ধরা হয়েছে তা তারা দেখেননি। ইউরোপীয় ইউনিয়ন খুব তোয়াক্কা না করার আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। আইটিভির গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডেভিস।
ইইউ’র এক সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চূড়ান্ত বিলের পরিমাণ কী হতে পারে সে বিষয়টিকে ব্রাসেলসের কর্মকর্তারা আলোচনায় টেনে আনবেন না। এ বিল নির্ধারণকে ব্রেক্সিট প্রক্রিয়ার সবচেয়ে স্পর্শকাতর বিষয় বলে মনে করা হয়।
ডেভিস জানান, এ আলোচনা একান্তভাবে শুরু হয়নি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, বিচ্ছিনতার খরচ সংক্রান্ত বিল নিয়ে আলোচনার সময় যুক্তরাজ্য থেকে একটি প্রস্তাব দেওয়া হবে। ডেভিস বলেন, ‘আমরা ভাসমান নই। এটি একটি আলোচনা। তারা তাদের দাবি উপস্থাপন করবে আর আমরা আমাদের চাওয়া জানাব।’
বিবিসি জানায়, ব্রেক্সিট বিল কত হতে পারে তা নিয়ে বিভিন্ন পরিমাণের কথা শোনা যাচ্ছে। ইইউকে ১০০ বিলিয়ন ইউরো পরিশোধ করা হবে কিনা তা নিয়ে ডেভিসকে সরাসরি জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমরা ১০০ বিলিয়ন ইউরো দিচ্ছি না’।

/এফইউ/