ফরাসি প্রেসিডেন্ট প্রার্থী লে পেনের ওপর ডিম নিক্ষেপ

lepen

নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হলো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী ফ্রন্ট ন্যাশনাল পার্টির প্রার্থী লে পেনকে। কয়েকজন বিক্ষোভকারী তার দিকে ডিমও ছুড়ে মেরেছে। বৃহস্পতিবার (৪ মে) ব্রিটানিতে নির্বাচনি প্রচারণার সময় বিরোধীদের রোষের মুখে পড়েন লে পেন।

দ্বিতীয় দফার নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দোল দে ব্রেটতাগনেতে প্রচারণা চালাতে যান এ প্রেসিডেন্ট প্রার্থী। সে সময় বিক্ষোভকারীরা ‘ফ্যাসিবাদীদের সঙ্গে তুমিও বিদায় হও’ লেখা সম্বলিত ব্যানার নিয়ে বিক্ষোভ করতে থাকে। প্রায় ৫০ জন বিক্ষোভাকারী এতে অংশ নেন। ওই অবস্থাতেই কয়েকজন লে পেনের দিকে ডিম ছুড়ে মারে।

তবে এই ঘটনায় খুব একটা বিচলিত হতে দেখা যায়নি লে পেনকে। তৎক্ষণাৎ তাকে সরিয়ে নিয়ে যায় দেহরক্ষীরা।

একদিন আগেই আরেক প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিভিশন বিতর্কে তুমুল বাকবিতণ্ডা হয় লে পেনের। সন্ত্রাসবাদ ও ইউরো নিয়ে দুই প্রার্থী দুজনকে আক্রমণ করতে থাকেন। একটা সময় এটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। লে পেনকে কীট ও মিথ্যাবাদী বলে সম্বোধন করেন ম্যাক্রোঁ। লে পেন বলেন, বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদেঁর পকেটে থাকেন এবং বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট চালান। এই অভিযোগ অস্বীকার করেন ম্যাক্রোঁ। বিএফএমটিভির বিশ্লেষণ অনুযায়ী, টিভি বিতর্কে ৬০ শতাংশেরও বেশি মানুষ ম্যাক্রোঁর কথায় সন্তুষ্ট হয়েছেন। এছাড়া সাম্প্রতিক দুটি জরিপেও ম্যাক্রোঁর জয়ের আভাস পাওয়া গেছে। আগামী ৭ মে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

/এমএইচ/এফইউ