চীনে গ্যাস দুর্ঘটনায় ১৮ খনি শ্রমিকের প্রাণহানি

Chin gas leakচীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস লিক করে অন্তত ১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া এ খবর জানিয়েছে।

সিনহুয়ার খবরে বলা হয়, হুয়াংফেংকিয়াও শহরের জিলিঙ্কিয়াও খনিতে রবিবার এ দুর্ঘটনা ঘটে। এতে আহত ৩৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকারী দলের পরিচালক কাই ইয়ংহেং। তিনি বলেন, জীবিতদের সন্ধানে চালানো উদ্ধার অভিযানে অক্সিজেনবাহী ট্যাংক বহন করছেন উদ্ধারকর্মীরা।

তদন্ত কর্মকর্তারা গ্যাস পরীক্ষা করে দেখছেন। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ চীন একইসঙ্গে কয়লার অন্যতম প্রধান ভোক্তা। তবে দেশটিতে কয়লা খনিতে দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নতুন নয়। এর আগে চলতি বছরের মার্চে উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের রাষ্ট্রচালিত একটি কয়লাখনিতে দুর্ঘটনায় ১৭ খনি শ্রমিকের মৃত্যু হয়। শ্রমিকদের চলাচলের জন্য ব্যবহৃত একটি লিফট ছিঁড়ে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। এছাড়া ২০১৬ সালের ডিসেম্বরে চীনের ইনার মঙ্গোলিয়া ও হেইলংজিয়াং প্রদেশের দুটি পৃথক কয়লা খনি দুর্ঘটনায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়। একই বছরের নভেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পৌরসভা চংকিংয়ের একটি কয়লাখনিতে বিস্ফোরণে ৩৩ খনি শ্রমিকের মৃত্যু হয়। সূত্র: আল জাজিরা।

/এমপি/