১৬ মে আবারও জেনেভায় সিরীয় শান্তি আলোচনা

 

download

সিরিয়ায় শান্তি নিয়ে আগামী ১৬ মে জেনেভায় আবারও আলোচনা বসছে সিরীয় সরকার ও বিদ্রোহী বাহিনী। সোমবার জাতিসংঘের মধ্যস্থতাকারী স্টাফান দো মিস্তুরার বরাতে এমনটা জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে স্টাফন বলেন, গত সপ্তাহে রাশিয়া, ইরন ও তুরস্কের মাঝে যে সমঝোতা হয়েছে তার ফলে আশাবাদী আমি। এতে করে সিরিয়ায় সহিংসতা কমানো সহজ হবে।  জেনেভায় এই রাজনৈতিক সঙ্কট সমাধানে এই চুক্তি কাজে লাগবে।

সোমবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মৌলায়েম বলেন, দামাস্কাস রাশিয়ার পরিকল্পনা মেনে চলবে। বিদ্রোহীদের উচিত আইএস জঙ্গিদের হটিয়ে দেওয়া।

সিরিয়ায় ছয় বছর ধরে চলা এই সংঘাত নিরসনের উপায় খোঁজার লক্ষ্য নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শুরু হওয়া এই সশস্ত্র বিদ্রোহে দেশটির তিন লাখ ২০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

/এমএইচ/