টিভি বিতর্কে অংশ নেবেন থেরেসা মে?

থেরেসা মে২০১৭ সালের ৮ জুন অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের পরবর্তী সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিবিসি’তে দেখা মিলবে প্রতিটি বড় রাজনৈতিক দলের নেতাদের। এর মাধ্যমে জনগণের কাছে নিজেদের অব্স্থান তুলে ধরব্নে তারা।

প্রাইম টাইমে এমন বিতর্কের পেছনে ১০ ঘণ্টারও বেশি সময় ব্যয় করবে বিবিসি। এই সময়ে তারা বিভিন্ন ফরম্যাটের নির্বাচনি বিতর্কমূলক অনুষ্ঠান সম্প্রচার করবে।

কখন অনুষ্ঠিত হবে নির্বাচনি বিতর্ক?

৩১ মে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্প্রচারিত হবে সাতটি রাজনৈতিক দলের অংশগ্রহণে বিতর্ক অনুষ্ঠান। এতে অংশ নেবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, বিরোধী দল লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস, অভিবাসনবিরোধী দল ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি (ইউকিপ), স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি), প্লেইড সিমরু এবং গ্রিন পার্টি।

২ জুন বিবিসি ওয়ানের প্রাইম টাইমে অনুষ্ঠিত হবে ডেভিড ডিম্বলেবি’র সঞ্চালনায় লাইভ প্রশ্নোত্তর পর্ব। এতে অংশ নেবেন দুই হেভিওয়েট নেতা প্রধানমন্ত্রী থেরেসা মে এবং বিরোধী নেতা জেরেমি করবিন।

৪ জুন দ্বিতীয় দফায় প্রাইম টাইমের প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করবেন প্রবীণ এ উপস্থাপক। এতে অংশ নেবেন টিম ফ্যারন এবং নিকোলা স্টার্জিওন। একইদিন বিবিসি’র প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন ওয়েলশের রাজনীতিক লিয়ানি উড।

৪ জুন রাত সাড়ে ১০টায় ব্রিস্টল থেকে বিবিসি ওয়ান-এর মুখোমুখি হবেন অভিবাসনবিরোধী দল ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি (ইউকিপ)-এর নেতা পল নাটাল।

৬ জুনের আয়োজনে অংশ নেবেন অপেক্ষৃকত কম বয়সী বা ১৬ থেকে ৩৪ বছরের ব্যক্তিরা। প্রধান সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে ম্যানচেস্টার থেকে অনুষ্ঠিতব্য এ প্রশ্নোত্তর অনুষ্ঠান সঞ্চালনা করবেন টিনা দাহেলেই। এটি সরাসরি প্রচার করবে বিবিসি রেডিও ওয়ান। বিবিসি নিউজ চ্যানেলে এটি প্রচারিত হবে রাত ৯টায়। বিবিসি ওয়ান-এ প্রচারিত হবে ১০টা ৪০ মিনিটে।

শো-এর ফরম্যাট

২০১৫ সালের নির্বাচনের ধারাবাহিকতায় এবারও আরেকটি প্রশ্নোত্তর পর্ব পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিবিসি। সঞ্চালক ডেভিড ডিম্বলেবি এবং উপস্থিত দর্শকরা বিবিসি’র মাধ্যমে থেরেসা মে এবং জেরেমি করবিন’কে প্রশ্ন করার সুযোগ পাবেন।

প্রধান সাতটি রাজনৈতিক দলের নেতারা নিজেদের মধ্যে বিতর্ক অংশ নিলেও থেরেসা মে বা জেরেমি করবিন এতে অংশ নেবেন না।

থেরেসা মে-কে দেখা যাবে?

অনেকেই জানতে চাইছেন, অন্যান্য দলগুলোর নেতাদের সঙ্গে বিতর্কে থেরেসা মে-কে দেখতে পাওয়া যাবে কিনা! সূত্রগুলো বলছে, থেরেসা মে একক প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন; কিন্তু রাজনীতিকদের বিতর্কে তাকে দেখা যাবে না। সাত দলের বিতর্কে তিনি নিজের একজন প্রতিনিধি পাঠাবেন। লেবার পার্টি’র নেতা জেরেমি করবিন’ও অবশ্য এতে অংশ নিতে আপত্তি জানিয়েছেন। অর্থাৎ, শীর্ষ দুই রাজনীতিকের কেউই এতে সরাসরি অংশ নিচ্ছেন না। একই অবস্থা আইটিভি’র বিতর্কেও।

আইটিভি’র বিতর্ক সরাসরি সম্প্রচারিত হবে ১৮ মে বৃহস্পতিবার রাত ৮টা থেকে। এটি পরিচালনা করবেন উপস্থাপক জুলি ইটচিংহ্যাম। প্রধান সাতটি রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা এতে অংশ নেবেন।

/এমপি/