ধর্ষণে অন্তঃসত্ত্বা ১০ বছরের শিশুকে গর্ভপাতের অনুমতি

শিশু যৌন নির্যাতনের তালিকায় হরিয়ানা রয়েছে প্রথমসারিতে

ভারতের হরিয়ানা রাজ্যের রোহতাক শহরে ধর্ষণের শিকার ১০ বছরের এক শিশুকে গর্ভপাতের অনুমতি দিয়েছে ডাক্তারদের একটি প্যানেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ওই শিশুটির সৎবাবার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে। ধর্ষণের শিকার হয়ে শিশুটি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শিশুটির সৎবাবাকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।  

প্যানেলভুক্ত ডাক্তার অশোক চৌহান জানিয়েছেন, শিশুটির অবস্থা সংকটাপন্ন। ‘যে কোনও সময়’ গর্ভপাত করানো হবে।

উল্লেখ্য, ভারতীয় আইনে অন্তঃসত্ত্বার ২০ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ। ভ্রূণ হত্যা রোধ করতে এই কঠোর আইন করা হয়েছে। ২০ সপ্তাহ পর ভ্রূণের লিঙ্গ জানার পর এসব হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। আর ভ্রূণ হত্যার হরিয়ানা রয়েছে প্রথম সারিতে।  

সাম্প্রতিক মাসগুলোতে এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দাখিল করা হয়। এই পিটিশন দাখিলকারীদের মধ্যে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা নারীরাও রয়েছেন, যারা ২০ সপ্তাহ পার হওয়ার পর গর্ভপাত করাতে চান। এ বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে আদালত বেশিরভাগ সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের ওপর নির্ভর করে থাকেন।

১০ বছরের ওই শিশুটির গর্ভপাত করার অনুরোধ জানিয়ে পরিবারের করা আবেদনে স্থানীয় আদালত পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিজিআইএমএস) চিকিৎসকদের সিদ্ধান্ত নিতে আদেশ দিয়েছেন। এর পর ডাক্তারদের একটি প্যানেল মঙ্গলবার গর্ভপাতের সিদ্ধান্ত জানান।

মামলার বিবরণে জানা যায়, ১০ বছরের ওই শিশুটির মা একজন গৃহকর্মী। শিশুটি তার মাকে জানিয়েছে, শিশুটির মা বাইরে কাজে যাওয়ার পর তার সৎবাবা কয়েকবার ধর্ষণ করেছে। তার ওই সৎবাবা ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়ায় তা তখন জানাজানি হয়নি। সম্প্রতি শিশুটির মা তার মেয়ে অন্তঃসত্ত্বা বলে সন্দেহ করেন এবং চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পুলিশ জানিয়েছে, শিশুটির মা অভিযোগ করার পর পুলিশ মেয়েটির সৎবাবাকে গ্রেফতার করে।

/এসএ/