ম্যানচেস্টার হামলা: এ পর্যন্ত যা জানি

manchester 1

সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০জন। তাদের ম্যানচেস্টারের ৬টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরিয়ানা গ্রান্দ কনসার্টের ওই হামলাকে এখন পর্যন্ত সন্ত্রাসী হামলা বলেই মনে করা হচ্ছে। ২১ মে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কনসার্ট শেষে যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ শোনা যায়।রাত সাড়ে ১০টার দিকে ফয়ের বিল্ডিংয়ে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায় তারা ১০টা ৩৩ মিনিটে বিস্ফোরণের খবর জানতে পারেন।

ম্যানচেস্টার এরিনা কর্তৃপক্ষ জানায়, ভেন্যুর বাইরে এক জনসমাগম এলাকায় বিস্ফোরণ ঘটে। কনসার্টে সেসময় প্রায় ২১ হাজার মানুষ উপস্থিত ছিলেন।  কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, বিস্ফোরণে পুরো দালান কেঁপে উঠে। সবাই আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে। ইতোমধ্যে এরিনা সংলগ্ন ভিক্টোরিয়া ট্রেন স্টেশনসহ বড় এরিনাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার সারাদিন এগুলো বন্ধ থাকবে।

এদিকে ক্যাথড্রেল গার্ডেন্স এলাকায় একটি ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটনায় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। তবে বিস্ফোরক বস্তু সম্পর্কে সন্দেহ ছিল না তাদের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে হতাহতদের প্রতি ও তাদের পরিবারের পাশে রয়েছেন বলে জানান। লেবার পার্টির নেতা জেরেমি করবিন ও লিবারেল ডেমোক্রেট নেতা টিম ফ্যারনও তাদের সহমর্মিতা জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টায় এ নিয়ে কোবরা সরকারি জরুরি কমিটির বৈঠক হওয়ার কথা হয়েছে।

আত্মীয় ও বন্ধুদের সম্পর্কে জানার জন্য পুলিশ সবাইকে +৪৪০১৬১৮৫৬৯৪০০ নাম্বারে যোগাযোগ করতে বলেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএইচ/