ইরানে খোমেনির মাজারে আরও একটি আত্মঘাতী হামলা

খোমেনির মাজারে বিস্ফোরণের ছবিইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে অল্প সময়ের ব্যবধানে আরেকটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং দেশটির বার্তা সংস্থা ফারস নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। তবে এ ঘটনায় এখনও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে বুধবার সকালে মাজার প্রাঙ্গণের পশ্চিম অংশে হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। সেসময় বিস্ফোরণ ঘটান এক আত্মঘাতী। ওই হামলাকারী নারী বলে শনাক্ত করার কথা জানিয়েছে ফারস নিউজ। এর কিছু সময় পর মাজারে মোতায়েন থাকা  আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থল থেকে একটি সুইসাইড ভেস্টও উদ্ধার করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।  
এছাড়া, বুধবার সকালে একটি পিস্তল ও দুটি একে-৪৭ রাইফেল নিয়ে ইরানের পার্লামেন্টেও হামলা চালায় দুর্বৃত্তরা। ইরানি সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে ওই হামলায় নিহতের সংখ্যা ৭। অবশ্য, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ১ বলে জানানো হয়েছে।  
/এফইউ/