আল শাবাবের দখলে সোমালিয়ার শহর, ৬১ সেনাকে হত্যার দাবি

আল শাবাব

সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের একটি শহর দখলে নিয়েছে সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আর শাবাব। স্থানীয় এক গভর্নরের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। আল শাবাবের দাবি, বৃহস্পতিবার তারা শহরটির একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ৬১ জনকে হত্যা করেছে। এখনও সেখানে অভিযান চলছে বলেও সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বারি অঞ্চলের গভর্নর ইউসূফ মোহাম্মদ রয়টার্সকে বলেন, ‘সকালে আল শাবাব আফ উরুর শহরে হামলা চালিয়েছে। সেখানে অল্প কয়েকজন সেনা ছিল আর তাই সহজে শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় তারা। হামলায় হতাহতের সংখ্যা বলাটা কঠিন। কেননা, সেখানকার টেলি যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।’
এক বিবৃতি আল শাবাবের সেনা মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব দাবি করেছেন, একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে তারা ৬১ জনকে হত্যা করেছে। মুসাবের দাবি, তাদের অভিযান এখনও চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আল শাবাবের সদস্যরা ঘাঁটির ভেতরে থাকা অস্ত্র ও গাড়িরও নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানান তিনি। 
সোমালিয়া থেকে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়া, দেশটির পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত ও শরিয়া আইন চালুর লক্ষ্যে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে আসছে আল শাবাব। 

 /এফইউ/