কাতার বয়কটে সৌদি আরবকে ইসরায়েলের সমর্থন

বেনিয়ামিন নেতানিয়াহুসৌদি আরবের নেতৃত্বে কয়েকটি মুসলিম প্রধান দেশের কাতারকে বয়কটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে কাতার বয়কটকে স্বাগত জানান। নেতানিয়াহু বলেন, এ বয়কটের ফলে এখন বোঝা যাচ্ছে, আরব দেশগুলো ইসরায়েলকে শত্রু হিসেবে নয় মিত্র হিসেবে মনে করছে।

সৌদি আরবের নেতৃত্বে গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরব আমিরাত, বাহরাইন, মিসর, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ। পরে এতে যোগ দেয় মৌরিতানিয়া এবং সেনেগাল। জর্দান ও জিবুতি সীমিত আকারে কূটনৈতিক সম্পর্ক রেখেছে কাতারের সঙ্গে।

কাতারের সঙ্গে আরব আমিরাত, সৌদি আরব ও বাহরাইন তাদের জল, স্থল এবং আকাশ সীমাও বন্ধ করে রেখেছে। আর এর ফলে সাম্প্রতিক সময়ে গালফ অঞ্চলে সবচেয়ে বড় কূটনৈতিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, কাতার গাজায় হামাসের নিয়ন্ত্রণকে সমর্থন করে। কিন্তু অপরপক্ষ হামাসের ক্ষমতায়নের ঘোর বিরোধী। আর এ প্রশ্নে ইসরায়েলও ওই আরব দেশগুলোকে পুরোপুরি সমর্থন করছে।  

/এসএ/