সিরীয় বিমান ভূপাতিত করার স্বীকারোক্তি দিল পেন্টাগন

সিরিয়ায় রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের গুলিতে একটি সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরটি নিশ্চিত করেছে পেন্টাগন। এরআগে সিরীয় সেনাবাহিনীর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওই বিমান ভূপাতিত হওয়ার খবর জানিয়েছিল। তবে বিমান ভূপাতিত করার কারণ হিসেবে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে দুই পক্ষের তরফ থেকে।
সিরীয় যুদ্ধবিমান
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, রবিবার রাক্কায় আইএসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলো সিরীয় বিমানটি। তখনই মার্কিন জোট গুলি চালায়। তবে পরে পেন্টাগনের তরফ থেকে দাবি করা হয়, মার্কিন সমর্থিত সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সের ওপর বিমানটি অব্যাহত বোমা বর্ষণ করছিলো বলেই সেটাকে ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার তরফ থেকে এ ঘটনাকে 'উদ্ভট আক্রমণ' হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি একটি 'বিপদজনক প্রতিক্রিয়া'। 
উল্লেখ্য, মার্কিন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সিরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশগ্রহণের পর থেকেই এবারই প্রথম সিরীয় বিমান ভূপাতিত  করেছে তারা।

/বিএ/