ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

5472

ইউরোপিয়ান পার্লামেন্ট তহবিল অপব্যবহারের অভিযোগে পদত্যাগ করলেন ফ্রান্সের সদ্য নির্বাচিত প্রতিরক্ষা মন্ত্রী সিলভি গুলার্দ। মঙ্গলবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় ম্যাক্রোঁ প্রশাসনে এটি দ্বিতীয় কোনও মন্ত্রীর পদত্যাগ। দায়িত্ব নিয়ে ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন নির্বাচিত প্রতিনিধিদের ক্ষুন্ন ভাবমূর্তি ফিরিয়ে আনতে চেষ্টা করবেন তিনি।

এক বিবৃতিতে গুলার্দ বলেন, প্রেসিডেন্ট জনগণের মাঝে বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কোনও ব্যক্তিগত বিবেচনা মাথায় না এনে এই কাজটি করে যেতে হবে।’ তিনি আরও বলেন, প্রতিরক্ষা খু্বই গুরুত্বপূর্ণ। আমাদের সেনাবাহিনী, যারা নিজেদের জীবনবাজি রেখে দেশরক্ষায় নিয়োজিত থাকেন তাদের সম্মানে কোনও বিতর্ক থাকা উচিত না।’

এর আগে সোমবার আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রিচার্ড ফেরান্ড পদত্যাগ করেন। তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগে তদন্ত শুরু হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

ফেরান্ড ম্যাক্রোঁর রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ছিলেন। ফলে তার পদত্যাগে অনেক আলোচনা শুরু হয়। এরপর সরকারি দলের সহযোগী দল মধ্যপন্থী মোডেম পার্টির গুলার্দও পদত্যাগ করলেন। গুলার্দ বলেন, ‘আমার ও আমার সহযোগীদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরুর আগে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। এজন্যই আমার এই সিদ্ধান্ত।’

/এমএইচ/