ব্রিটিশ সরকারের নীতিনির্ধারক কমিটির পরিচালকের পদত্যাগ

262

ব্রিটিশ সরকারের নীতিনির্ধারকদের কমিটি নাম্বার টেন পলিসি ইউনিটের পরিচালক জন গডফ্রে পদত্যাগ করছেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বাজ ফিডের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান।

বাজফিডের প্রতিবেদনে বলা হয়, জুনে নির্বাচনের আশানুরুপ ফলাফল না আসায় থেরেসা মে’র যুগ্ম চিফ অফ স্টাফ ফিওনা হিল ও নিক তিমোথি পদত্যাগ করেছিলেন। এদিকে ফিন্যানসিয়াল টাইমস জানায় গডফ্রের সহযোগী উইল ট্যানারও চলে যাচ্ছেন।

থেরেসা মে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রীর মুখপাত্র লিজি লৌডন ও যোগাযোগ পরিচালক কেট প্রায়রও পদত্যাগ করেছিলেন। গডফ্রের পদত্যাগের মাধ্যমে ১১ মাস আগে মে’র নিযুক্ত দলের আর কেউই থাকছে না।

/এমএইচ/