হামাসকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করার আহ্বান যুক্তরাষ্ট্রের

Haley Reuters

ফিলিস্তিনের মুক্তিকামী আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসকে কালোতালিকাভুক্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি। একই সঙ্গে গাজায় মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলের কোনও দায় নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘হামাসকে মোকাবেলায় নিরাপত্তা পরিষদের এক হতে হবে। গাজায় তাদের অত্যাচার বন্ধ করতে হবে। তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের সমর্থকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’

গাজায় ইসরায়েল আরোপিত নিষেধাজ্ঞা থাকলেও মানবিক পরিস্থিতির জন্য হামাসই দায়ী বলে দাবি করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘আপনারা ভুল করবেন না। ইসরায়েল কোনও সমস্যা তৈরি করেনি। কিন্তু তাদের মনে করা হয়।’

ইসরায়েল নয় জাতিসংঘের হামাসের ব্যাপারে উদ্বিগ্ন হওয়া উচিত বলেও মন্তব্য করেন নিকি হ্যালি। তিনি বলেন, আমাদের সব চিন্তাভাবনা এখন হামাসের বিরুদ্ধে হওয়া উচিত। ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের কোনও দয়া নেই, ইসরায়েলিদের বিরুদ্ধেও নেই।’

মধ্যপ্রাচ্য থেকে বারবারই অভিযোগ করা হয় যে পশ্চীমতীর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশনা উপেক্ষা করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার দায়িত্বকালের শেষ মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয়। এর আগে সবসময়ই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে।

এবার আবার ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বললো যুক্তরাষ্ট্র।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএইচ