মসুলে আল নূরি মসজিদ হামলায় আইএস দুষছে যুক্তরাষ্ট্রকে

download (1)

বোমা মেরে ধ্বংস করা হয়েছে ইরাকের মসুলের বিখ্যাত আল-নুরি মসজিদ। বিমান থেকে ধারণ করা ছবিতে দেখা যায়, মসজিদ ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কাদের বোমার আঘাতে এই মসজিদ ধ্বংস হয়েছে তা নিয়ে চলছে ধোঁয়াশা। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, আইএসের হামলায়ই ধসে পড়েছে মসজিদটি। ইরাকি ও মার্কিন সেনাবাহিনীর বরাতে তারা এমনটা জানায়। এদিকে আইএসের দাবি, মার্কিন হামলায় ধ্বংস হয়েছে মসজিদটি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে দায়িত্বরত মার্কিন জেনারেল জোসেফ মার্টিন বলেন, এটা মসুল ও ইরাকের মানুষদের বিরুদ্ধে অনেক বড় অপরাধ। এর জন্য আইএস দায়ী।

তবে নিজেদের সংবাদ মাধ্যম ‘আমাক’-এ এক বিবৃতি দিয়ে আইএস দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মসজিদটি ধ্বংস করেছে।

বুধবার ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর মসুলের আল-নুরি মসজিদ বোমা মেরে উড়িয়ে দেয় ইসলামিক স্টেট (আইএস)।  যুক্তরাষ্ট্র থেকে দাবি করা হয়, তারা এই হামলা চালায়নি। বুধবার এক মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল জন ডোরিয়ান রয়টার্সকে জানায়, ‘আমরা ওই এলাকায় হামলা চালাইনি।’

download

ইরাকি সেনাবাহিনী জানায়, বুধবার অভিযান শেষ হওয়ার পর আইএস জঙ্গিরাই ওই মসজিদ উড়িয়ে দেয়। ইরাকে থাকা এক ঊর্ধ্বতন মার্কিন কমান্ডার বলেন, ‘আমাদের ইরাকি নিরাপত্তা বাহিনীর অংশীদাররা যখন আল-নুরি মসজিদের কাছাকাছি ছিল, তখন ইরাকের এই বিখ্যাত সম্পদ ধ্বংস করে আইএস।’

/এমএইচ/