ব্রেক্সিটের পরও ব্রিটেন ছাড়তে হবে না সেখানে বসবাসকারী ইউরোপীয়দের

_96601281_040203625

যুক্তরাজ্যে বসবাসরত  ইউরোপীয় নাগরিকরা ব্রেক্সিটের পরও ব্রিটেনবাসীর মতো সুবিধা নিয়ে সেখানে বসবাস করতে পারবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এই নিশ্চয়তা দিয়েছেন । বৃহস্পতিবার রাতে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের  নেতাদের একথা বলেন তিনি।

ই্ইউ সম্মেলনে তিনি বলেন, ব্রেক্সিটের কারণে কেউই সমস্যায় পড়বেন না। যুক্তরাজ্য কখনও চায় না যে বর্তমান ব্রিটেনের অভিবাসী কোন ইউরোপীয় নাগরিক দেশ ত্যাগ করুক। তারা ব্রেক্সিট এর পরেও শিক্ষা, চিকিৎসা সেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ৩০ লাখ ২০ হাজার ইউরোপীয় বসবাস করে। তাদের আশঙ্কা ছিলো হয়তো ব্রেক্সিটের পর সমস্যায় পড়বেন তারা। থেরেসা মে বলেন, যুক্তরাজ্য চায় না কেউ সেখান থেকে চলে যাক বা কারও পরিবার দুভাগ হয়ে যাক।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মেরকেল এটাকে 'একটা ভাল শুরু' এই বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন ব্রেক্সিটকে ঘিরে আরও অনেক ইস্যু রয়েছে যেগুলো সমাধান করতে হবে।

/এমএইচ/বিএ/