ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়ছে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ইহুদিদের

israel student

যুক্তরাষ্ট্রে অধ্যয়রত ইহুদীদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে। বিপরীতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন বাড়ছে তাদের। ব্র্যান্ড ইসরায়েলে গ্রুপ নামের একটি সংগঠনের জরিপে এসব তথ্য উঠে আসে। মার্কিন নাগরিকদের মাঝে ইসরায়েলের ভাবমূর্তি ভালো করার করার জন্য কাজ করে থাকে সংস্থটি। 

জরিপের সূত্রে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়,  ২০১০ এর তুলনায় যুক্তরাষ্ট্রে অধ্যয়রত ইহুদীদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থনের হার কমেছে  ৩০ শতাংশ । সে সময় থাকা ৮৪ শতাংশ সমর্থনের হারএবার নেমে এসেছে ৫৪ শতাংশে। অন্যদিকে ৬ বছর আগে ১০ শতাংশ শিক্ষার্থী তাদের সমর্থন করলেও এখন তাদের পক্ষে ১৩ শতাংশ ইহুদী শিক্ষার্থী।

সংস্থাটির জরিপের ফলাফল অনুযায়ী, প্রোটেস্টেন্ট, কনজারভেটিভ, ডানপন্থী ও বয়স্ক ইহুদীরা এখনও ইসরায়েলকে সমর্থন করে। কিন্তু নতুন প্রজন্ম ও তরুণদের মাঝে তারা জনপ্রিয়তা হারাচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমএইচ/বিএ/