বাগদাদি নিহত হওয়ার খবর প্রায় শতভাগ নিশ্চিত: রুশ সিনেটর

রুশ বিমান হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২৩ জুন) রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষে বক্তব্য দেওয়ার সময় প্রতিরক্ষা কমিটির প্রধান ভিক্টর ওজেরভ এ কথা বলেন।

বাগদাদি
এক সপ্তাহ আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, সিরিয়ার রাকায় রুশ বিমান হামলায় বাগদাদি নিহত হয়ে থাকতে পারেন। আর মস্কোর এ দাবির ব্যাপারে সন্দেহ জানান মার্কিন ও আঞ্চলিক কর্মকর্তারা। এই প্রেক্ষাপটে শুক্রবার বাগদাদির মৃত্যুর সম্ভাবনাকে আরও জোরালো করে ভিক্টর বলেন, তারা এ ব্যাপারে প্রায় শতভাগ নিশ্চিত।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ওজেরভ বলেন, ‘আমি মনে করি এ তথ্য শতভাগ নিশ্চিত। বাস্তবতা হলো, আইএস এখন পর্যন্ত তাকে কোথাও দেখাতে পারেনি। এর মধ্য দিয়ে আমাদের বিশ্বাস জোরালো হয়েছে যে বাগদাদি মারা গেছেন।’

এর আগেও কয়েকবার বাগদাদির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিলো। অবশ্য এবারই প্রথম রাশিয়ার এমনটা দাবি করেছে। এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিলো মার্কিন বিমান হামলায় নিহত কিংবা গুরুতর আহত হয়েছিলেন তিনি।

/এফইউ/