সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

রবিবার (২৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলো। ইউরোপ ও আমেরিকা মহাদেশজুড়েও ঈদ উদযাপিত হচ্ছে। সৌদি আরবে গতকাল শনিবার(২৪ জুন) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। ফলে রবিবার ঈদ উৎসব উদযাপন করা হচ্ছে।
মিসরে ঈদ উদযাপন

কাতার, ইন্দোনেশিয়া, আরব আমিরাত ছাড়াও আরও অন্তত ১৫ দেশ রোববার ঈদ উদযাপন শুরু করেছে। অপরদিকে তুরস্ক, উত্তর আমেরিকায় বসবাসরত মুসলমান, ইউরোপের দেশগুলো, অস্ট্রেলিয়া আগেই রবিবার ঈদ উদযাপন করার ঘোষণা দিয়েছিল।

গাজায় ঈদ উদযাপন

ইসরায়েলি আধিপত্যে নিস্পেষিত ফিলিস্তিনি ভূখণ্ডেও ঈদ উদযাপিত হচ্ছে। সেখানকার ঐতিহ্যবাহী আল আকসা মসজিদে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা। ঈদ উদযাপিত হচ্ছে পৃথিবীর বৃহত্তম কারাগারখ্যাত গাজা উপত্যকাতেও।

 

ফিলিস্তিনিরা সুবিখ্যাত আল আসকা মসজিদে নামাজ আদায় করেন

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। 

তুরস্কের ইস্তাম্বুলে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা

রাশিয়াতেও রবিবার ঈদ উদযাপিত হচ্ছে। মস্কোতে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

মস্কোতে ঈদ আয়োজন

/এমপি/বিএ/