কাতারের ওপর সৌদি জোটের ১৩ শর্তের প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র

কাতারের ওপর সৌদি জোটের আরোপিত ১৩ শর্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী আরব দেশগুলোর কিছু শর্ত পূরণ করা খুবই কঠিন হবে। রবিবার এক বিবৃতিতে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

রেক্স টিলারসন

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের পক্ষ থেকে কাতারের ওপর ওই ১৩ দফা শর্ত আরোপ করা হয়েছে। তবে চলমান সংকট উত্তরণে সংশ্লিষ্ট দেশগুলোকে আলোচনার টেবিলে বসার পরামর্শ দিয়েছেন রেক্স টিলারসন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব পক্ষের জন্য গ্রহণযোগ্য পরবর্তী ধাপ হবে একযোগে আলোচনায় বসা এবং সংলাপ অব্যাহত রাখা। কূটনৈতিক সংকট মোকাবিলায় সৌদি জোটের আরোপিত শর্ত কাতার বিবেচনা করতে শুরু করেছে বলেও জানান রেক্স টিলারসন।

তিনি বলেন, আমাদের বিশ্বাস আমাদের মিত্র ও অংশীদাররা যখন একযোগে একই লক্ষ্যে কাজ করে তখন সেটা তাদের আরও শক্তিশালী করে তোলে। সন্ত্রাসবাদ ও উগ্রবাদের মোকাবিলায় আমরা সবাই একমত। চলমান সংকট উত্তরণে কুয়েতের মধ্যস্থতার প্রস্তাবকেও যুক্তরাষ্ট্র সমর্থন করে।

উল্লেখ্য, সৌদি জোটের ১৩ শর্তে কাতারকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা একং আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দিতে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এসব শর্ত না মানলে দেশটিকে ‘একঘরে’ করার হুমকি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ। তিনি বলেন, ‘এর কোনও বিকল্প নেই। বিকল্প একটাই, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কারণ একসঙ্গে কাজ করাটা তখন খুবই কঠিন হবে।’ সূত্র: আল জাজিরা।

/এমপি/বিএ/