ভারত-মার্কিন অস্ত্রচুক্তি পাকিস্তানের জন্য হুমকি নয়: হোয়াইট হাউস

ভারতের সঙ্গে ড্রোন বিক্রির মার্কিন চুক্তি পাকিস্তানের নিরাপত্তার জন্য কোনও হুমকি নয়; এক প্রতিক্রিয়ায় জানিয়েছে হোয়াইট হাউস।
noname

গত শুক্রবার একটি মার্কিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, নৌবাহিনীর নজরদারির জন্য ভারতের কাছে ড্রোন বিক্রির অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ভারতকে ২০০ কোটি ডলারের বিনিময়ে ২২টি ড্রোন সরবরাহ করবে। এ খবর প্রকাশের পর ভারত-মার্কিন সম্পর্ক পাকিস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে গুঞ্জন উঠবে।

তবে হোয়াইট হাউজের একজন শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, যেকোনো অস্ত্র চুক্তির সময় আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় নেয়া হয়। এই চুক্তি পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করবে না। ওই শীর্ষ কর্মকর্তা দাবি করেন, ‘ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়াতে পারে, এমন যে কোনও পরিস্থিতি এড়িয়ে যেতে চাই আমরা।’ প্রত্যক্ষ আলোচনার মধ্য দিয়ে দুই দেশকে সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন তিনি। বলেন, ‘আমরা যে অস্ত্রচুক্তির ব্যাপারে কথা বলছি, আমার দৃঢ় বিশ্বাস সেটি পাকিস্তানের বিরুদ্ধে কোনও প্রভাব ফেলবে না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গেছেন। ধারণা করা হচ্ছে- সোমবার ড্রোন চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেবেন। মার্কিন সংমাধ্যম এ চুক্তিকে ভারতের সঙ্গে আমেরিকার সামরিক সম্পর্ক জোরদারের নতুন পদক্ষেপ বলে মন্তব্য করেছে।

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সময় সামরিক সম্পর্ক জোরদারের উদ্যোগ শুরু হয়েছিল।

/বিএ/